আমরা কাস্টমার ও অন্যান্য অংশীদারদের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নকরণে ও বিশ্বাসের সাথে পরিচালনা করার লক্ষ্যে আমাদের কতিপয় শর্ত ও কমিটমেন্ট রয়েছে ।
আমরা সময়ে সময়ে আমাদের নিয়ম ও শর্তাবলী আপডেট করতে পারি। সুতরাং, যেকোনো পরিবর্তনের জন্য আপনাকে পর্যায়ক্রমে এই পৃষ্ঠাটি পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা এই পৃষ্ঠায় নতুন নিয়ম ও শর্তাবলী পোস্ট করে কোনো পরিবর্তন সম্পর্কে আপনাকে অবহিত করব।
০। কাজের যাচাই বাছাই করে এপ্রুভ সময় ৭২ ঘন্টার মধ্যে।
১। মানুষের দেওয়া কাজ আপনি নৈতিকতার সাথে কাজ করবেন।কোনোভাবেই কোনো অনিয়ম ও অবৈধ পথ অবলম্বন করবেন না। অন্যথায় আপনার একাউন্ট সাসপেন্ড হবে।
২। কাজ করার জন্য আপনার ফেসবুক,টুইটার ,ইন্সটাগ্রাম ,টিকটক ইত্যাদি একাউন্ট থাকা জরুরী ।
৩।ফেসবুকে ২০০০ এর উপরে ফ্রেন্ড থাকতে হবে ।
৪। আপনি মিনিওয়ার্কে একাধিক একাউন্ট খুলতে পারেন তবে একই ডিভাইসে একাধিক একাউন্ট চালাতে পারবেন না। চালালে হয়তো আপনার একাউন্ট নিষিদ্ধ হতে পারে । শুধু জব পোস্টের ক্ষেত্রে একই ডিভাইস একাধিক একাউন্ট ব্যবহার করতে পারেন ।
৫। ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে একই ডিভাইসের আন্ডারে একাধিক একাউন্ট দিয়ে ভিডিও ওয়াচিং করতে পারবেন না। অর্থাৎ একই ডেটা উৎস থেকে একাধিক ডিভাইসের মাধ্যমে একাধিক একাউন্ট দিয়ে ভিডিও ওয়াচিং করতে পারবেন না।
৬। আপনার কাজ জমা দেওয়ার পর প্রুফ(প্রমাণ) চেক করা হয় ।এই ক্ষেত্রে আপনার প্রুফ বা প্রমাণ কোনোভাবে জালিয়াতি করে জমা দিলে আপনার একাউন্ট ব্যান বা নিষিদ্ধ করা হবে।এখানে ভুল প্রুফ বা প্রমাণ হিসেবে ধরা হবে - জাল তথ্য , ভুয়া স্ক্রিনশট , ভুয়া সাবমিট ,অপ্রাসঙ্গিক ছবি বা তথ্য ,হুমকি, নগ্নতা, কাজ না করে কাজ জমা দেওয়া।
৭। কোনো জবের ক্ষেত্রে যদি শেয়ার বা কমেন্ট করতে বলা হলে সেই ক্ষেত্রে কোনো আপত্তিকর কমেন্ট করলে এবং শেয়ার করা পোস্ট কোনোভাবে ডিলিট করলে আপনার একাউন্ট নিষিদ্ধ করা হবে।
৮। কোনো জবের ক্ষেত্রে যদি ফলো, লাইক সাব্সক্রাইব করতে বলা হয় তাহলে পরবর্তীতে আনফলো, আনলাইক বা আনসাব্সক্রাইব করলে আপনার একাউন্ট নিষিদ্ধ করা হবে ।
৯।এই মিনি সাইটের আপনি মানহানীর বা আপত্তিকর কোনো কাজ করলে আপনি নিষিদ্ধ হতে পারেন ।
১০। দেশের প্রচলিত আইন মেনে আপনারা কাজ করবেন , অবৈধ কোনো কাজে আমরা সমর্থন করিনা তাই আপনাকে সাবধান হতে হবে ।
১১। জব দাতা কোনো অবৈধ ও অনৈতিক এবং বেআইনি জব পোস্ট করতে পারবে না। করলে নিষিদ্ধ ।